সৌদিতে মসজিদে জামাতে নামাজ ও জুমআর নামাজ আদায় বন্ধ। নতুন আক্রান্ত ৩৮ জন।

 প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক



নিজস্ব প্রতিনিধি ঃ
সৌদিআরবের সর্বোচ্চ উলামা পরিষদ করোনা ভাইরাসের বিস্তার রোধে, জনগনের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এবং শরয়ী দৃষ্টিকোণ বিশ্লেষণ করে মসজিদে জামাতে নামাজ ও জুমআর নামাজ আদায় বন্ধ করার পক্ষে ফতোয়া দিয়েছেন। তাই আজ হতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মসজিদে শুধু আযান হবে। তবে শুধু হারামাইন শরীফাইনে জামাতে নামাজ আদায় হবে।
এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত (17/3/2020, 19:26) করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৩ জন, নারী ৬৪-পুরুষ ৬৯, যাদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গিয়েছেন। এদের ১০৬ জনের এই আক্রান্তের ঘটনা ঘটেছে বহির্বিশ্বে ভ্রমণের ফলে বাকীরা আক্রান্ত হয়েছে তাদের সাথে মেলামেশার কারণে। 

কিছুক্ষণ পূর্বে নতুন করে আরো ৩৮ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭১। তাদের বেশিরভাগই সৌদি নাগরিক, তবে নতুন কোন বাংলাদেশী আক্রান্তের ঘটনা ঘটেনি। 

অপরদিকে সৌদি বানিজ্য মন্ত্রণালয় জানিয়েছে সৌদিতে পর্যাপ্ত পরিমানে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজন দ্রব্যাদি মজুদ রয়েছে। এবিষয়ে ভ্রাম্যমাণ পরিদর্শকরা নিয়মিত বিভিন্ন মজুদাগার পরিদর্শন করছেন। কোন ব্যবসা প্রতিষ্ঠান  দ্রব্যের দাম বৃদ্ধি করলে অনলাইনে অভিযোগ  দাখিল করতে নির্দেশনা দিয়েছে। কোনরকমের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া  হবে মর্মে হুশিয়ারি দিয়েছে। 

মামুনুর রশিদ
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
১৭/৩/২০২০

#করোনা #ভাইরাস #সৌদি #

আন্তর্জাতিক এর আরও খবর: